ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোনে নিহত ১৬, পাকিস্তানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১২, ২০১৪
ড্রোনে নিহত ১৬, পাকিস্তানের নিন্দা

আবারও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে পরপর দুটি ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে কমপক্ষে ১৬ সন্দেভাজন জঙ্গি নিহত হয়।

হামলার কয়েকঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছে পাক পররাষ্ট্র দফতর। দফতরের মুখপাত্র তাসনিম আসলাম গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের দফায় দফায় ড্রোন হামলার নিন্দা জানান। খবর ডন অনলাইন।

পররাষ্ট্র দফতরের ওই বিবৃতিতে বলা হয়, গত ১১ ও ১২ জুন উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহের কাছে যে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে পাকিস্তান সরকার তার নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরণের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সম্পূর্ণ পরিপন্থি। তাছাড়া সরকার দেশকে স্থিতিশীল করতে যে চেষ্টা চালাচ্ছে এ ধরনের হামলার ফলে তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘদিন ধরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে। পাকিস্তান বলছে, ড্রোনে হতাহতরা বেশিরভাগই বেসামরিক। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ অস্বীকার করে হামলা চালিয়েই যাচ্ছে। মাঝে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ড্রোন হামলা বন্ধের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।