ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপির এমন উত্থানের কারণ কী, তৃণমূলে প্রশ্ন রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জুন ১২, ২০১৪
বিজেপির এমন উত্থানের কারণ কী, তৃণমূলে প্রশ্ন রাহুলের রাহুল গান্ধী

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের দ্বিতীয় শাসনামালে জোট থেকে আলাদা হয়ে যায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (টিএমসি)। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কংগ্রেসের কোনো নেতার সঙ্গে মুখোমুখি আলোচনা করতে দেখা যায়নি।



তবে এসব কিছুই টিমিসি নেতাদের সঙ্গে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর আলোচনার পথ রুদ্ধ করতে পারেনি। যেমনটি বুধবার লোক সভায় বসে টিমিসি এমপির সঙ্গে আলাপরত অবস্থায় দেখা গেল রাহুল গান্ধিকে।

রাহুল লোকসভায় নিজের আসন ছেড়ে টিএমসি এমপি সাগতা রায় ও কাকলী ঘোষ দস্টিদারের কাছে যান। প্রায় ৪৫ মিনিট আলাপ করেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, অনানুষ্ঠানিক আলোচনায় রাহুল ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি কিভাবে এতগুলো আসন পেল, দলটির শক্তির মূলে কি ইত্যাদি বিষয় জানার চেষ্টা করেছেন।

একইসঙ্গে তিনি টিমিসি এমপিদের কাছ থেকে উত্তর প্রদেশে সাম্প্রদায়িক ইস্যু ছড়িয়ে পড়বে কি-না সেটি জানতে চান। কারণ বিজেপি রাজ্যটিতে একজনও মুসলিম প্রার্থী পাঠায়নি।

এছাড়া রাহুল নির্বাচনে পশ্চিম বঙ্গে বিজেপির সাফল্যের কারণ নিয়েও আলোচনা করেন।   

তবে মজার বিষয় হচ্ছে রাহুল রাহুল যখন এমপিদের সঙ্গে বন্ধুত্বভাবাপান্ন আলোচনা করছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।