ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারখানায় গ্যাস বিষক্রিয়ায় ছত্রিশগড়ে ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
কারখানায় গ্যাস বিষক্রিয়ায় ছত্রিশগড়ে ৬ জনের মৃত্যু

ঢাকা: ভারতের ছত্রিশগড় রাজ্যে রাষ্ট্র পরিচালিত একটি স্টিল কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় অন্তত ৬ জন মারা গেছেন।

বৃহস্পতিবার রাতে কারখানার কাছে একটি পানির পাইপলাইন মেরামতের সময় তা বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

এতে আরো অন্তত ৩০ জন আহত হয়।

বিবিসি জানায়, এ ঘটনার পর কারখানার আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সেখানে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।