ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিন ইহুদি তরুণ নিখোঁজ

হামাসকে দায়ী করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
হামাসকে দায়ী করলেন নেতানিয়াহু

ঢাকা: তিন ইসরায়েলি ইহুদি তরুণকে অপহরণের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ওই তিন ইসরায়েলি তরুণ বৃহস্পতিবার পশ্চিম তীরের ইসরায়েলি বসতির নিকট থেকে নিখোঁজ হয়।

এর পরপরই ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনিকে আটক করে।

নেতানিয়াহু এ ঘটনায় হামাসকে অভিযুক্ত করে বলেন,‘আমাদের তিন তরুণকে হামাস অপহরণ করেছে। ’

হামাস ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে অপহরণ করে ৫ বছর আটকে রেখেছিলো। পরে ১ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার বিনিময়ে গিলাদ শালিতকে মুক্ত করে ইসরায়েল।

এর আগে নেতানিয়াহু এই ঘটনার জন্য পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন। জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে যেখান থেকে ওই তিন তরুণ নিঁখোজ হয়েছে তা পুরোপুরি ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা।

সম্প্রতি দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্যের সরকার গঠন করেছিলো ফিলিস্তিনের দুই বিবদমান পক্ষ ফাতাহ এবং হামাস। শুরু থেকেই ইসরায়েল এই ঐক্যের সরকারের বিরোধিতা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।