ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে অপহৃত ভারতীয়দের অবস্থান জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
ইরাকে অপহৃত ভারতীয়দের অবস্থান জানা গেছে

ইরাকে অপহৃত ৪০ ভারতীয় নাগরিকের অবস্থান জানতে পেরেছে ইরাক সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি এ কথা জানায়।



গতকাল সুন্নি জঙ্গি আইএসআইএস ওই ভারতীয়দের অপহরণ করে। তবে কিভাবে তাদের রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানতে পারেনি ইরাক সরকার।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেন, আমার ভারতীয়দের আটক করে কোথায় রাখা হয়ছে সে সম্পর্কে জানতে পেরেছি। এরসঙ্গে অন্যান্য দেশের নাগরিকদের অবস্থানও জানতে পেরেছি।

অপহৃতরা নিরাপদ আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দিজীবনের কোনো নিরাপত্ত‍া নেই। যেখানে মানুষজনের যাতায়াত আছে সে স্থানই নিরাপদ।

অপহৃত ভারতীয়দের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবের। তারা বাগদাদে কনস্ট্রাকশন কোম্পানি তারিক নুর আল-হুদায় কাজ করতেন। এ পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করেনি জঙ্গিরা।

এদিকে অপহৃত ১২ সদস্যদের পরিবার আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুশমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্বজনদের শান্তনা দিয়ে সুষমা স্বরাজ বলেন, সরকারে যা যা কিছু করা দরকার তার সবই করা হচ্ছে। বিষয়টি আমরা ব্যক্তিগতভাবে নজর রাখছি। অপহৃতদের নিরাপদে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা কঠোর কোনো অবস্থানে যাব না।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।