ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বর্ণ চোরাচালানি

দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলো এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলো এয়ার ইন্ডিয়া

স্বর্ণ চোরাচালানির সঙ্গে জড়িত থাকার দায়ে দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে এয়ার ইন্ডিয়া। এদের মধ্যে একজন জয়পুর বিমানবন্দরের সিনিয়র সুপারভাইজার ও অন্যজন কলকাতার বিমানবন্দনের কর্মকর্তা।



জয়পুরের চাকরিচ্যুত কর্মকর্তা গত জানুয়ারি মাসে এক যাত্রীর কাছ থেকে ৩ কে.জি ওজনের স্বর্ণের বার লুকিয়ে রাখেন।

ওই বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত কর্মকর্তা বারগুলো একটি ডাস্টবিনে লুকিয়ে রাখেন। কিন্তু তিনি ধরা খেয়ে যান। এরপর ওই ঘটনায় তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে চাকরিচ্যুত (স্যাকড) করা হয়।

কলকাতার কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তিনি সাত কেজির বেশি ওজনের স্বর্ণ যাত্রীর কাছ থেকে লুকিয়ে ফেলেন। গত ডিসেম্বরে দুবাই থেকে ওই যাত্রী আসেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।