ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী বর্ষণ-বন্যায় বুলগেরিয়ায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৪
ভারী বর্ষণ-বন্যায় বুলগেরিয়ায় ১০ জনের মৃত্যু

ঢাকা: পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুলগেরিয়ার সরকারি মুখপাত্র জানাচ্ছেন, বৃহস্পতিবার প্রবল বর্ষণ ও বন্যার পানি কৃষ্ণসাগর সংলগ্ন ভারনা শহরে ঢুকে পড়লে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।



এ সময় শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সড়কে অবরোধের সৃষ্টি ও সড়কে গর্ত তৈরি হয়।

শহরের মেয়র আইভান পোর্টনি স্থানীয় রেডিওতে জানান, বন্যার পানি শহরের নিচু এলাকায় ঢুকে পড়লে ১০ জন মারা গেছেন।

এ দিকে, এ ঘটনার পর রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মেয়র রেডিওতে সরাসরি সম্প্রচারে বলেন, দুর্ঘটনাটি মারাত্মক। আমি এখন আসপ্রুহোভোর রাস্তায় দাঁড়িয়ে। কিন্তু এখানে এখন রাস্তা নেই, ঘরবাড়ি নেই। এখানে শুধু গাড়ি ছাদের ওপর গাড়ির ছাদ দেখা যায়।

এছাড়া, কেন্দ্রীয় বুলগেরিয়ার সরকারের জরুরি বিভাগের কর্মীরা কিলিফারেভো শহর থেকে অন্তত ১১ জনকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ভারী বর্ষণ, বজ্রপাত ও বন্যায় রাজধানীর কাছাকাছি এলাকার রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারনা ও বার্গাসে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং শুক্রবার উত্তর বুলগেরিয়ায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মে মাসের শেষের দিকে বলকান রাষ্ট্র সার্বিয়া, বসনিয়া ও ক্রোয়েশিয়ায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা ১২০ বছরের মধ্যে আর তা ঘটেনি। এতে ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।