ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ২০, ২০১৪
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৩২

পাকিস্তানে জার্ব-আই-আজ্ব অপারেশন চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। দক্ষিণ ওয়াজিরিস্তানে গত কয়েকদিনের অভিযানে এ পর্যন্ত ২৩২ জন নিহত হয়েছে।



নিরাপত্তা বাহিনী গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিদের ২০টি ঘাঁটি। খবর ডন অনলাইন।

জঙ্গিদের সঙ্গে হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছেন। আরো সাতজন আহত হয়েছেন।



অপারেশনে পাহাড়ি এলাকায় জঙ্গিদের দুটি কমিউনিকেশন সেন্টার ও একটি বোমা তৈরির কারখানা ধ্বংস করে দেওয়া হয়।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সন্ত্রাসীরা সম্পূর্ণ নির্মুল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।