ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রুশপন্থিদের হাতে ইউক্রেনের ৭ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৪
রুশপন্থিদের হাতে ইউক্রেনের ৭ সৈন্য নিহত

ঢাকা: রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেনের সাত সৈন্য নিহত হয়েছেন।

শুক্রবার রাতভর চলা পূর্ব ইউক্রেনে দুইপক্ষের মধ্যে লড়াইয়ে এ সাত সৈন্য নিহত হন।

ইউক্রেনের এক কর্মকর্তা এ খবরের সত্যতা স্বীকার করেছেন।

তবে এ তিনি জানান, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা লড়াইয়ে ট্যাংক ব্যবহার করেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় জোনের এক কর্মকর্তা ভ্লাদিমির স্লেজনেভ সংবাদমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার থেকে ডোনেটস্ক অঞ্চলের ইয়ামপিল গ্রামে লড়াইয়ে ইউক্রেনের সাত সৈন্য নিহত এবং অন্তত ৩০ সৈন্য আহত হয়েছেন।



এ লড়াইয়ের ঘটনা এমন সময়ে ঘটলো যখন এর মাত্র দুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মুখপাত্র আরো জানান, এ লড়াইয়ে ৩০০ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

তবে তার দাবি কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।