ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাস বিরোধী অভিযানের দ্বিতীয় দিনে নিহত ৩০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ২০, ২০১৪
সন্ত্রাস বিরোধী অভিযানের দ্বিতীয় দিনে নিহত ৩০০

ঢাকা: সন্ত্রাস বিরোধী অভিযানের দ্বিতীয় দিনে পূর্ব ইউক্রেনে প্রায় তিন শ’ রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।

শুক্রবার রাশিয়ার সীমান্তের প্রায় ৬০ মাইলের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।



সন্ত্রাস বিরোধী অভিযানের মুখপাত্র ভ্লাডিস্লাভ সেলেজনভ জানান, ওই এলাকার ইয়ামপিল এবং জাকিটনি গ্রামে সন্ত্রাস-বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩০০ বিচ্ছিন্নতাবাদী সদস্য নিহত হয়।



এ সময় তাদের কাছ থেকে এক ট্রাক উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন গান, মিসাইল, গ্রেনেড ল্যাঞ্চারসহ ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ভ্লাডিস্লাভ সেলেজনভ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সাত ইউক্রেনিয়ান সেনা নিহত হন।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।