ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সুন্নিদের তিন শহর দখল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৪
ইরাকে সুন্নিদের তিন শহর দখল

ইসলামি স্টেট ইন ইরাক ও লেভান্ত (আইএসআইএল) এর নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা ইরাকে তাদের দখলকৃত জায়গা বাড়িয়েছেন।

রোববার আনবার প্রদেশের কাইয়িম, আনাহ ও রাওয়া প্রদেশ দখল করে নেয় আল-কায়দা মদদপুষ্ট আইএসআইএল বিদ্রোহীরা।

খবর: রয়টার্স, আল-জাজিরা।

ইরাকের কাইয়িম শহরটি প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী। সিরিয়াতেও রাষ্ট্রপতি বাশারের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় আইএসআইএল।

বিদ্রোহীরা এদিন ইরাকের উত্তরের শহর বেইজির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছেন। এ শহরেই রয়েছে ইরাকের সবচেয়ে বড় তেলক্ষেত্রটি।

যদিও ইরাকের সরকারি বাহিনী সেই দাবি নাকচ করে দিয়ে বলেছে, তেলক্ষেত্র তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানায়, সুন্নিদের আক্রমণের মুখে রাওয়া, আনা ও কাইয়িম থেকে সেনাদের তুলে নেওয়ার পরই সকালে আইএসআইএল দ্রুত শহরগুলোর সম্পূর্ণ দখল নিয়ে নেয়।

যদিও এ ব্যাপারে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামরিক কমান্ড এ বিষয়ে আপাতত কোন মতামত দিতে নারাজ।

এদিকে সুন্নি বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে ইরাকে শিয়া সশস্ত্র যুবকরা বিভিন্ন শহরে ৠালি করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ২২ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।