ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ২২, ২০১৪
ইসরায়েলি সেনাদের অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার সেনারা ফিলিস্তিনের বিভিন্ন শহরে ও গ্রামে প্রবেশ করে ওয়েস্ট ব্যাংক দখল করে এই হত্যাকাণ্ড চালায়।


 
ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানায়, তাদের ওয়েস্ট ব্যাংকে অভিযানের উদ্দেশে ছিল ১৬ বছর বয়সী গিল-আড শায়ার ও ১৯ বছর বয়সী নাফা ফ্রেঙ্কলকে খুঁজে বের করা। গত ১৩ জুন ইসরায়েলি বসতির কাছ থেকে তারা নিঁখোজ হন।

এখন পর্যন্ত হামাস ওই দুই তরুণের নিখোঁজের ব্যাপারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। এ নিয়ে দুই দেশের মধ্যে কাঁদা ছোঁড়াছুঁড়ি চলছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।