ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ঝড়বৃষ্টিতে ২৬ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
চীনে ঝড়বৃষ্টিতে ২৬ জনের প্রাণহানি

ঢাকা: দক্ষিণ চীনে অব্যাহত ঝড়বৃষ্টিতে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।



দুর্যোগপূণ এই আবহাওয়ার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। ক্ষতির পরিমাণ ৪ বিলিয়ন ইউয়ান বা ৬৫ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


রোববার চীনের সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বুধবার শুরু হওয়া ঝড়বৃষ্টিতে হুয়ান,জিয়াংজি ও ফুজিয়ানসহ ৫টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়। দেখা দিয়েছে বন্যা এবং ভূমিধস। প্রায় ৮ হাজার ৭শ’টি বাড়ি ধ্বংস হয়ে যাওয়া সহ ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬ হাজার ঘরবাড়ি। এছাড়া নষ্ট হয়েছে ৪২ হাজার হেক্টর জমির ফসল।
 
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।