ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্থিরতার মধ্যেই ইরাকে জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
অস্থিরতার মধ্যেই ইরাকে জন কেরি ছবি: সংগৃহীত

ইরাকের চলমান অস্থিরতার মধ্যেই দেশটি পরিদর্শনে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইরাকের সুন্নি জঙ্গিরা যখন একের পর এক শহর দখল করে নিচ্ছে তখনই কেরি বাগদাদে গেলেন।



সোমবার থেকে শুরু হওয়া এই সফরে কেরির সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সাক্ষাতের কথা রয়েছে।

সুন্নি জঙ্গিদের (আইএসআইএস) মোকাবেলার জন্য কিভাবে আরো একটি কার্যকর সরকার গঠন করা যায় সে বিষয়ে তিনি মালিকির সঙ্গে বৈঠক করবেন।  
এর আগে রোববার মিশর থেকে কেরির সতর্ক করে দিয়ে বলেন, সুন্নি জঙ্গিদের সহিংসতা নীতি শুধুমাত্র ইরাক নয় সমগ্র অঞ্চলের জন্যই হুমকি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।