ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাসাঞ্জ পেলেন সেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
অ্যাসাঞ্জ পেলেন সেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার জুলিয়ান অ্যাসাঞ্জ

ঢাকা: বছরের সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য কাখাজস্তানের সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান উইকিলিকস ওয়েবসাইড এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে পুরস্কৃত করেছে।

মঙ্গলবার উইকিলিকস প্রেস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।



২০১৪ সালের সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ইউনিয়ন অব জার্নালিস্ট অব কাজাখস্তান অ্যাসাঞ্জকে এ স্বীকৃতি দেয়। একইসঙ্গে কাজাখস্তানের আরো কয়েকজন সাংবাদিক এ পুস্কার পেয়েছেন।

মার্কিন গোপন নথি ফাঁস করে ঝড় তোলা সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অন্তরীণ আছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।