ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটার ফলোয়ারে বিশ্বনেতাদের মধ্যে চতুর্থ মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
টুইটার ফলোয়ারে বিশ্বনেতাদের মধ্যে চতুর্থ মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিশ্বনেতাদের ফলোয়ারদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জনসংযোগ বিষয়ক একটি ফার্ম বারসন-মার্সটেলার মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে।



রিপোর্টে বলা হয়, মোদী বিশ্বাস করেন, প্রযুক্তির শক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে  লোকজনের সঙ্গে যোগাযোগ রক্ষা যায়।

আর চলতি বছরের মে মাস ও নির্বাচনের সময় থেকে সামাজিক যোগাযোগে সরব হয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত এই প্রধানমন্ত্রী।

টুইটারে তার (@NarendraModi) পাঁচ মিলিয়ন (৫০ লাখ) অনুসারী রয়েছেন।

অন্যদিকে বিমুখতা থাকা সত্ত্বেও মুসলিম দেশ তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল (@cbabdullahgul) এবং প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এর্দোগানও (@RT_Erdogan) এগিয়ে রয়েছেন ‘টুইপ্লোমেসি’-তে।  

তাদের প্রত্যেকের অনুসারী রয়েছে ৪ মিলিয়নের বেশি। এরমধ্যে যথাক্রমে তাদের অবস্থান ছয় ও সাত নম্বরে।

এদিকে ২৪ জুন টুইটারে বিশ্বনেতাদের তালিকায় ৪৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথমে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (@BarackObama)।

দ্বিতীয় স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস (@Pontifex)। নয়টি ভাষায় তার টুইটার অ্যাকাউন্ট রয়েছে। যার বর্তমান অনুসারী ১৪ মিলিয়ন।
 
পাঁচ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. এইচ সুসিলো বামবাং (@SBYudhoyono)।

তবে আশ্চর্যজনকভাবে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিতেই পঞ্চম স্থানে পৌঁছে যায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রশাসনিক অফিসিয়াল অ্যাকাউন্ট হোয়াইট হাউজ (@WhiteHouse)।

মোদীর টুইটার অ্যাকাউন্ট বিশ্লেষণ করে ওই প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদী ২০০৯ সালের ১ অক্টোবর টুইটারে যোগ দিয়েছেন। তার প্রায় ৫ হাজার ৩০০ টুইট রয়েছে এবং তিনি গড়ে দৈনিক ৬ দশমিক ৩১টি টুইট করেন।

তিনি ১ হাজার ৪৫ জনকে ফলো করেন এবং ৯৫ শতাংশ অনুসারী তাকে রি-টুইট করেন।

তার সবচেয়ে জনপ্রিয় টুইট হচ্ছে গত ১৬ মে তার নির্বাচনী জয়জয়কারের টুইট।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।