ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গিদের উপর সিরিয়া বিমান হামলা করছে: মালিকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
জঙ্গিদের উপর সিরিয়া বিমান হামলা করছে: মালিকি ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে সুন্নি বিদ্রোহীদের উপর সীমান্তবর্তী এলাকায় সিরিয়া বিমান হামলা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি।

বিসিসির সঙ্গে এক সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেন মালিকি।



গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক ইরাকি শহর দখল করে নিচ্ছে সুন্নি জঙ্গিরা। প্রতিদিন ইসলামি স্টেট ইন ইরাক ও লেভান্ত (আইএসআইএল) এর নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা ইরাকে তাদের দখলকৃত জায়গা বাড়িয়ে যাচ্ছে।

যাদেরকে আল-কায়দা সমর্থিত বলে মনে করা হয়। ইরাকের পাশ্ববর্তী দেশ সিরিয়াতেও তাদের শক্তিশালী ঘাটি রয়েছে।

এদিকে চলতি মাসের ৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ইরাকে এক হাজার ৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে উঠে এসেছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক।

এ বিষয়ে ইরাকে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার দল জানায়, দেশটির নিনিভা, দিয়ালা ‍এবং সালাহউদ্দিন প্রদেশে ৫-২২ জুন পর্যন্ত কমপক্ষে সাতশ’ ৫৭ জন বেসামরিক নিহত হয়েছেন।

এই অবস্থার মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ইরাকে এক সফরে গিয়ে শিয়া-সুন্নি ও কুর্দিদের অংশগ্রহণে একটি নতুন সরকার গঠনের উপর জোর দিয়েছেন।

এজন্য কেরি ইরাকের প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানের সঙ্গেও বৈঠক করেন।

যদিও কেরির প্রস্তাবের সঙ্গে একমত নন মালিকি।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।