ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সাংবাদিকের বাসভবনে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
পাকিস্তানে সাংবাদিকের বাসভবনে বোমা হামলা

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি সংবাদ সংস্থা ব্যুরো প্রধানের বাসভবনে তৃতীয়বারের মতো বোমা হামলা হয়েছে।

বুধবার মুর্শিদাবাদ শহর এলাকায় সাংবাদিকের বাসভবন লক্ষ করে হামলা চালানো হয়।

তবে এতে কেউ হতাহত না হলেও বাসভবনের বাইরের দিক ও সামনে রাখা কয়েকটা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর- দ্য ডনের।

এ ঘটনায় পুলিশ অস্ত্র ও বিস্ফোরকসহ চারজনকে আটক করেছে।

ওই সংবাদ সংস্থার বুরো প্রধানের নাম জামসিদ বাগওয়ান।

এ বিষয়ে পুলিশ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, কয়েকজন মোটরসাইকেল আরোহী সংবাদ সংস্থার ব্যুরো প্রধানের বাসভবনের সামনে এসে দুধের প্যাকেটে পেঁচানো বোমা ছুড়ে মারে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বোমাটি সাংবাদিকের বাসভবনের জানালার কার্নিশে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে করে ভবনটির বাইরের দিকসহ এর সামনে রাখা বেশ কয়েকটি বিধ্বস্ত হয়।

পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা জানান, হাতে বানানো বোমাটির ওজন ছিল আটশ গ্রাম।

বুধবারের হামলাটি ছিল ওই সাংবাদিকের বাসভবনে তৃতীয়বারের মতো হামলা। এর আগে চলতি বছরের মার্চে প্রথম এবং ৬ এপ্রিল দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়।

এদিকে, পুলিশ জানায়, অস্ত্র ও বিস্ফোরকসহ তারা চারজনকে আটক করেছে। আটকরা মোটরসাইকেলে করে কোহট রোডের সাইফান পুলিশ চেকপোস্ট দিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় তাদের আটক করা হয়।
 
পুলিশ সুপার (পল্লী) শাকির বঙ্গাশ সংবাদমাধ্যমকে জানান, পাঁচ কেজি বিস্ফোরক, দুটি হাত গ্রেনেড, তিনটি পিস্তল, একটি কালাশনিকভ রাইফেল ও বেশকিছু গুলি জব্দ করা হয়েছে। এগুলো সন্ত্রাসীদের কাছে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় দারা আদমখেল এলাকা থেকে জব্দ করা হয়।

তিনি জানান, আটক চারজন বরার স্পিন কোয়াবার এলাকার অধিবাসী। এ এলাকা খাইবার উপত্যকা সংলগ্ন উপজাতীয় অধ্যুষিত। এ অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-ইসলাম গ্রুপের শক্ত ঘাঁটি রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।