ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশে পৃথিবীর সমান নক্ষত্রের খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
মহাকাশে পৃথিবীর সমান নক্ষত্রের খোঁজ ছবি: সংগৃহীত

সবচেয়ে নিষ্ক্রিয় ও ছোট নক্ষত্রের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। নতুন নক্ষত্রটি এতই ঠান্ডা কার্বন জমাট বেঁধে তৈরি হয়েছে স্ফটিক।

এটি দেখতে পৃথিবীর আকারের হিরার মতো। খবর জি নিউজ।

গবেষকরা জানাচ্ছেন নক্ষত্রের তাপমাত্রা ৩,০০০ ডিগ্রি কেলভিন (২,৭০০ ডিগ্রি সেলসিয়াস)।

ধারণা করা হচ্ছে, সাদা রঙের এই নক্ষত্রের বয়স প্রায় ১১১ কোটি বছর। মূলত নক্ষত্রটি কার্বন ও অক্সিজেন দিয়ে তৈরি।

ন্যাশনাল রেডিও অবজারভেটরির গ্রিন ব্যাঙ্ক টেলিস্কোপ ও ভেরি লং বেসলাইন অ্যারের সাহায্যে এই নক্ষত্র খুঁজে পেয়েছেন কাপলান ও তার দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।