ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্বাসকষ্টে মারা যান মালয়েশিয়ার নিখোঁজ প্লেনের যাত্রীরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
শ্বাসকষ্টে মারা যান মালয়েশিয়ার নিখোঁজ প্লেনের যাত্রীরা!

ঢাকা: মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমান এমএইচ৩৭০’র ২৩৯ যাত্রী ও ক্রু’রা খুব সম্ভবত দমবন্ধ হয়ে মারা যান।

উড়োজাহাজটি সমুদ্রে ডুবে যাওয়ার ঠিক আগে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তদন্তকারীরা।



খবর টাইমস অব ইন্ডিয়ার।

নতুন প্রতিবেদনে তারা জানান, কেবিনে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, যার কারণে যাত্রীরা মারাত্মকভাবে হাইপোক্সিয়া অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন।

প্রতিবেদন বলছে, পর্যবেক্ষণ অনুযায়ী এমএইচ৩৭০’র শেষ মূহূর্তে নিষ্ঠুর শ্বাসকষ্টজনিত সমস্যা উপস্থিত হয়, যখন বিমানটি দক্ষিণ মুখ করে চলছিল।

এর আগে ২২ জুন উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পেছনে চলন্ত অবস্থায় প্রধান চালকের অনুপস্থিতিকে কারণ হিসেবে অভিযোগ করে ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস। পরদিন মালয়েশিয়া এটাকে ‘গুজব’ হিসেবে নিয়ে প্রত্যাখ্যান করে।

মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী হিশামুদ্দিন হুসেইন বলেছিলেন, গুজবে কান দেবেন না, আসলে এটা চালকের পরিবারের জন্য ভালো নয়। এটা পারিবারিক ব্যাপার এবং তার সন্তান আছে। সেক্ষেত্রে আপনি যদি ভুল হন কীভাবে এই ক্ষতিকে পুষিয়ে দেবেন!

সানডে টাইমস জানায়, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পেছনে চালক জাহারি আহমাদ শাহ’র সন্দেহজনক অবস্থানকে নিরীক্ষণ করেছিল।

অপরাধী অনুসন্ধান উড়োজাহাজ নিখোঁজের পেছনে কারিগরি সমস্যা বা সন্ত্রাসী আক্রমণকে উড়িয়ে দিচ্ছে না, কিন্তু পুলিশ দেখছে, এটা যদি মানুষের দ্বারা ঘটে থাকে তাহলে ক্যাপ্টেন ছিল সবচেয়ে বড় অপরাধী। প্রতিবেদনে আরও জানায় সানডে টাইমস।

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বেইজিংগামী বিমানটি ২৩৯ জন যাত্রীসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।   

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ২৮ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।