ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মন্ত্রীদের ফেসবুক-টুইটার ব্যবহারের নির্দেশ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
মন্ত্রীদের ফেসবুক-টুইটার ব্যবহারের নির্দেশ মোদীর নরেন্দ্র মোদী

নিজের মন্ত্রিসভার এমপিদের জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।

উদ্দেশ্য ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে সরকারের বার্তা জনসাধারণের কাছে পৌছানো।

সম্প্রতি নবনির্বাচিত ১৫০ লোকসভা ও রাজ্যসভার এমপিদের সঙ্গে দুইদিনের কর্মশালার উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বিজেপি এমপিদের উদ্দেশে এসব কথা বলেন। এছাড়া কিভাবে জনজীবনে মান বজায় চলা যায়, সুশাসনের বার্তা জনগণের কাছে পৌছানো যায় সে ব্যাপারেও কথা বলেন মোদী।

বিজেপি নেতা ভেনাকিয়া নাইডু সাংবাদিকদের বলেন, এমপিদের সংসদীয় প্রক্রিয়া জানানোর জন্যই দলের প্রথম কর্মশালা আয়োজন করা হয়। এছাড়া বিজেপির মতাদর্শ সম্পর্কে এমপিদের সচেতনও করা হয় কর্মশালায়।



বিজেপি নেতা জগদিশ মুখী বলেন, ক্ষমতাসীন দল হিসেবে তাদের দায়দায়িত্ব আছে এবং সেভাবে কাজ করা উচিত এসব বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন।

তিনি আরো বলেন, মোদী তাদের বলেছেন ‘পার্লামেন্ট প্রসেডিংস’ ধর্মীয়গ্রন্থ ভগবান গিতার মতো মেনে চলা উচিত। এর বাইরে যাওয়া চলবে না।

এছাড়া পার্লামেন্টের প্রধানের আদেশ ছাড়া পার্লামেন্টের ভেতরে কোনো কিছু না করারও উপদেশ দিয়েছেন মোদী।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।