ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ নির্মাণ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ নির্মাণ করছে ভারত সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ নির্মাণ করছে ভারত। হিমালয়ে নির্মিতব্য এই ব্রিজ আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উ‍ঁচু হবে।

দেশীয় প্রকৌশলী দিয়ে ২০১৬ সালের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ করবে ভারত সরকার।

এর উচ্চতা হবে ৩৫৯ মিটার বা ১ হাজার ১৭৭ ফুট। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ নির্মাণের রেকর্ড রয়েছে চীনের দখেলে। বেইপানিজং নদীর ওপর অবস্থিত এই ব্রিজের উচ্চতা ২৭৫ মিটার।


খিলান আকৃতির স্টিলের ব্রিজটি ভারতের চেনাব নদীর ওপর দিয়ে নির্মিত হচ্ছে। এটি নির্মিত হলে ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকা জম্মু ও কাশ্মিরের মধ্যে সংযোগ স্থাপন হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।