ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টাইব্রেকার উত্তেজনায় ব্রাজিল ভক্তের মৃত্যু

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
টাইব্রেকার উত্তেজনায় ব্রাজিল ভক্তের মৃত্যু

ঢাকা: পেনাল্টি শুটআউটের টান টান উত্তেজনা সামলাতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ৬৯ বয়সী এক ব্রাজিল ভক্তের মৃত্যু হয়েছে।

শনিবার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম চিলির ম্যাচ চলাকালে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

এরপরই তার মৃত্যু হয়। ব্রাজিলের একটি নিউজ পোর্টাল জিওয়ান এ খবর জানালেও ওই ভক্তের নাম জানায়নি।

খবরে বলা হয়েছে, আর সবার মতো ব্রাজিল ভক্ত ওই ব্যক্তি একটি বারে বসে ব্রাজিল-চিলির ‘ডু অর ডাই’ ম্যাচটি দেখছিলেন। ১-১ গোলে ড্র হয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। চরম উত্তেজনা নিয়ে খেলা দেখতে দেখতে তিনি জানান, অসুস্থ বোধ করছেন তিনি।

এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপালনরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া পোর্টালটি আরো জানায়, পেনাল্টির শ্বাসরুদ্ধকর সময়ে ৫০ বছর বয়সী এক নারী ভক্তের হার্টের সমস্যাসহ আরো ১০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।