ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে যাদের অনুসরণ করেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
টুইটারে যাদের অনুসরণ করেন মোদী

ঢাকা: ভারতের ইতিহাস বদলে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। শুধু তার দেশ নয়, গোটা পৃথিবীই ‘মোদী ম্যাজিক’এ মুগ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোটি কোটি ফলোয়ার অর্থাৎ অনুসরণকারী। কিন্তু প্রশ্ন হলো তিনি নিজে কাকে অনুসরণ করেন?

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভারতের নব নির্বাচিত এ প্রধানমন্ত্রীর অফিসিয়াল আইডি পিএমওইন্ডিয়া। এটি অনুসরণ করে ৬০টি আইডি।
QUIZ_July_02
মোদী অনুসরণ করেন তার ইউনিয়ন ক্যাবিনেটের বেশ কিছু জ্যেষ্ঠ মন্ত্রীকে। তবে শুনে অবাক হবার কথা যে মোদী তার চির প্রতিদ্বন্দ্বী বেশ কয়েকজন কংগ্রেস নেতাকেও অনুসরণ করেন। এই তালিকায় উল্লেখযোগ্য হলেন কপিল সিব্বাল, শশী থারুর, মনীষ তেওয়ারী প্রমুখের নাম।  

দেশের সীমানা ছাড়িয়ে পিছু নেন আমেরিকা, রাশিয়া, জাপান ও সিংগাপুরের রাষ্ট্রপ্রধানদের। এছাড়া দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও, কমপ্ট্রোলার ও অডিটর জেনারেল এবং পরিকল্পনা অধিদপ্তরের মত সরকারি প্রতিষ্ঠানও তার অনুসরণের তালিকায় স্থান পেয়েছে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তার অনুসরণের তালিকায় শিল্পপতি, সিনেমা ও খেলাধুলা জগতের কেউ নেই। তথ্যটি জেনে এই জগতের রথী-মহারথীরা একটু আশাহত হবেন নিশ্চয়ই!

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।