ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে অতিরিক্ত নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে অতিরিক্ত নিরাপত্তা

‘সম্ভাব্য হুমকি’ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সকল এয়ারপোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুক্ত ফ্লাইট ও যুক্তরাজ্যের কিছু ফ্লাইটে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



মার্কিন ট্রান্সপোর্ট সেক্রেটারি প্যাট্রিক ম্যাকলাফলিন বলেন,  জনসাধারণের নিরাপত্তার জন্যই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিরিয়া ও ইয়েমেনের আল-কায়েদা প্লেন ছিনতাই করতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে- যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এমন সংবাদের পর এসব পদক্ষেপ নেওয়া হয়।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক কর্মকর্তা বিবিসিকে বলেন,  সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এসব পরিবর্তন আনা হয়েছে। তবে তিনি গোয়েন্দা বিষয়ক কোনো কথা নির্দিষ্ট করে বলেননি।

ডিএইচএস সেক্রেটারি জনসন এক বিবৃতিতে বলেন, আমরা বিদেশী বন্ধুদের সঙ্গে সাম্প্রতিক ও প্রাসঙ্গিক তথ্য আদান-প্রদান করছি। একইসঙ্গে এভিয়েশন ইন্ডাস্ট্রির পরামর্শ নিচ্ছি।

একই অবস্থা যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতেও। অতিরিক্ত নিরাপত্তার জন্য আরোহীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফলে বিমানবন্দরগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। তবে নিরাপত্তায় কি কি পরিবর্তন  আনা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।