ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিরছে ভারতীয় নার্সরা, অজানা ১০ বাংলাদেশির ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
ফিরছে ভারতীয় নার্সরা, অজানা ১০ বাংলাদেশির ভাগ্য

ঢাকা: যুদ্ধ-বিধ্বস্ত ইরাকের জিম্মিদশা থেকে মুক্ত ৪৬ ভারতীয় নার্স শনিবার দেশে ফিরছেন বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি। তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শুক্রবার এ খবর জানিয়েছে।



তবে ওই ৪৬ ভারতীয় নার্সের সঙ্গে জিম্মি হওয়া ১০ বাংলাদেশি নার্সের ভাগ্যে কী ঘটছে জানা যায়নি।

ওমেন চন্ডি জানান, ভারতীয় নার্সদের বাসে করে তাদের তাদের কুর্দিস্তানের ইরবিল বিমানবন্দরে আনা হয়েছে। এখান থেকে একটি ফ্লাইট তাদের ভারত নিয়ে আসবে।

এর আগে মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি জানান, শুক্রবার বিকেল ৬টার দিকে বোয়িং-৭৭৭ একটি উড়োজাহাজ ইরবিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। শনিবার সকালেই ওই নার্সরা ভারতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তবে নার্সরা কীভাবে ছাড়া পেলেন এ ব্যাপারে কিছু জানাতে চাননি ওমেন চন্ডি।

শুক্রবার সকালে মুক্ত নার্সরা কেরালায় তাদের পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন।  


সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্তের জঙ্গিরা বৃহস্পতিবার স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ৫৬ নার্সকে জিম্মি করে দু’টি বাসে চড়িয়ে তিকরিত থেকে ৬০ কিলোমিটার দূরে মসুলে নিয়ে যায়। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং অপর ৪৬ জন ভারতীয়।

মসুল শহরটি আগে থেকেই সুন্নি জঙ্গিদের দখলে রয়েছে। তবে পুনরুদ্ধারে লড়াই করছে সরকারি বাহিনী।

জিম্মি নার্সদের নিরাপদে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছে।

তবে, বাংলাদেশি নার্সরা কী অবস্থায় রয়েছে অথবা তাদের জিম্মিদশা সম্পর্কে সরকার অবগত কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।