ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ার পার্লামেন্টে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
সোমালিয়ার পার্লামেন্টে আত্মঘাতী হামলা

ঢাকা: সোমালিয়ার পার্লামেন্ট কমপ্লেক্সে এক আত্মঘাতী হামলায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দিনের শুরুতে রাজধানী মোগাদিসুতে অবস্থিত পার্লামেন্ট ভবনের প্রবেশমুখে আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য।

হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও সোমালিয়ার ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী আল শাবাব এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

গত মে মাসেও পার্লামেন্ট ভবনে আত্মঘাতী হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে আল শাবাবের যোদ্ধারা।

এছাড়া গত বৃহস্পতিবার সোমালিয়ার একজন শীর্ষ রাজনীতিক ও পার্লামেন্ট সদস্যকেও হত্যা করে আল শাবাব।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।