ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘাঁটি ছেড়ে পালিয়েছে ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
ঘাঁটি ছেড়ে পালিয়েছে ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীরা

ঢাকা: সরকারি বাহিনীর অভিযানের মুখে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কে অবস্থিত নিজেদের শক্ত ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে দেশটির রুশপন্থি বিদ্রোহীরা।

শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকোভ জানান সামরিক বাহিনীর অভিযানের মুখে বিদ্রোহীরা স্লোভিয়ানস্কে অবস্থিত তাদের শক্ত ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে।

‘ক্রিমিয়া সঙ্কট’ চলার সময় গত এপ্রিলে পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্কের দখল নেয় রুশপন্থি বিদ্রোহীরা।
পিনোচেট নামের এক বিদ্রোহীদের এক নেতা সংবাদমাধ্যমের কাছে ঘাঁটি ছেড়ে চলে আসার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, কৌশলগত কারণে পিছু হটে বিদ্রোহীরা এখন পার্শ্ববর্তী ক্রামাতোরস্ক শহরে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে ইউক্রেনের রুশপন্থি সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইউশেঙ্কো দেশ ছেড়ে পালিয়ে গেলে দেশটিতে রাজনৈতিক সঙ্কটের সূচনা হয়। ভিক্তর ইউশেঙ্কোকে ক্ষমতচ্যুত করার পাল্টা পদক্ষেপ হিসেবে ক্রিমিয়ার রুশপন্থিরা ইউক্রেন থেকে আলাদা হয়ে যায়। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় রুশ অধ্যুষিত এলাকায় শুরু হয় বিচ্ছিন্নতাবাদী তৎপরতা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।