ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ব্যারাক-থানায় জঙ্গি হামলা, নিহত ৫৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নাইজেরিয়ায় ব্যারাক-থানায় জঙ্গি হামলা, নিহত ৫৯

ঢাকা: উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ব্যারাক ও পুলিশ স্টেশনে জঙ্গিদের হামলায় অন্তত ৫৩ জঙ্গি এবং ছয় সৈন্য নিহত হয়েছেন।

সরকারি এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।



তিনি সংবাদমাধ্যমকে জানান, ইসলামপন্থি জঙ্গিরা নাইজেরিয়ার বরনো রাজ্যের দামবোয়া শহরের সৈন্যদের ব্যারাক ও পুলিশ স্টেশনে হামলা চালায়।

এ বিষয়ে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জেনারেল ক্রসি ওলুকোলেড এক বিবৃতিতে জানান, শুক্রবার গভীর রাতে চালানো ওই হামলার সময় বেশির ভাগ সৈন্যই পার্শ্ববর্তী গ্রামে টহল দিচ্ছিলেন। এতে করে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এতে করে অন্তত ৫৩ জন ইসলামি জঙ্গি ও ছয় সৈন্য নিহত হয়। ছয় সেনা সদস্যের মধ্যে একজন ঊধ্বর্তন সেনা কর্মকর্তাও ছিলেন।

তিনি জানান, হামলার সময় সেনা সদস্যরা চারপাশ ঘিরে রাখে এবং তল্লাশি চালায়। পরে নিহত সৈন্যদের মরদেহ উদ্ধার করে মর্গে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, হামলার সময় দামবোয়া শহরের অর্ধেকই পুড়ে গেছে এবং এ সময় লোকজন ভয়ে শহর ছেড়ে পালাতে থাকেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।