ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
কেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৯

কেনিয়ায় হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার সমুদ্রবর্তী অঞ্চল লামুতে গুলিতে নিহতের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বন্দুকধারীরা লামুর হিন্দি গ্রামের একটি ট্রেড সেন্টারে ও গাম্বার একটি থানায় হামলা চালায়। এর আগেও বন্দুকধারীরা এসব স্থানে হামলা চালায়।

কেনিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী উইলিয়াম রুটো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনেকে ধারণা করছেন, হামলায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হাত রয়েছে। কারণ সোমালিয়ার পর কেনিয়ায় তারা সবচেয়ে বেশি শক্তিশালী।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।