ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুইট সিক্সটিনে মালিয়া, উপহার কি?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
সুইট সিক্সটিনে মালিয়া, উপহার কি?

মালিয়া ওবামা সুইট সিক্সটিনে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই ১৬ বছর হলো ফার্স্ট ডটার মালিয়ার।

যে কারো জন্য ১৬তম জন্মদিনটি হয়ে থাকে একটি স্মরণীয় দিন। মালিয়ার ক্ষেত্রেও তাই হবে।

কিভাবে উদযাপিত হতে পারে মালিয়ার সুইট সিক্সটিন? এই দিনে তার জন্য কি উপহার হতে পারে? এরই একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদপত্র হাফিংটন পোস্ট।

পত্রিকাটির একটি ব্যতিক্রমী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে মালিয়ার সুইট সিক্সটিনে কে কি ধরনের গিফট দিতে চান তার ছবি-

হাফপোস্ট‘র লাইফস্টাইল ফেলো কার্লি লেডবেটার দিতে চান একটি ফান ওয়ালেট। তিনি বলেন, প্রতিটি মেয়ে তার ১৬ বছর পূর্ণ হলেই একটি ড্রাইভিং লাইসেন্স পেতে চায়। সুতরাং আমি তাকে একটি সুন্দর ওয়ালেট দেবো যাতে ড্রাইভিং লাইসেন্সটি রাখা যাবে।

হাফপোস্টের ফ্যাশন অ্যান্ড বিউটি এডিটর জুলি উইলসনের মতে এমন একটি গহণা দেওয়া যেতে পারে যা মালিয়াকে মুগ্ধ করবে। তিনি বলেন, আমি মনে করি ১৬ বছরটি একটি সুন্দর গহণা পরার জন্য চমৎকার সময়। আমার দাদিমা আমাকে এই দিনে একটি গারনেট ও ডায়মন্ডের আংটি উপহার দিয়েছিলেন। আর এরপর প্রতিদিনই আমি এই আংটির জন্য গৌরব বোধ করছি। মনিক রিচ কোসানের হিরা খচিত চার কোনা গেট লকেটই পছন্দ মালিয়ার জন্য পছন্দ জুলির। যার দাম ৬ হাজার ৯শ’ ডলার।

হাফপোস্টের সিনিয়র বিউটি এডিটর ডানা অলিভার বলেছেন একটি বইয়ের কথা যা জীবন পাল্টে দিতে পারে। তিনি বলেন, আমি মালিয়াকে দেব আমার কাছে সবকালের সেরা বই ‘দ্য ব্লুয়েস্ট আই’। আমি মনে করি প্রতিটি মেয়ের টনি মরিসনের লেখা এই বইটি পড়া প্রয়োজন যা থেকে তারা নিশ্চিতভাবে বুঝতে পারবে- তাদের নিজ নিজ গুনেই তারা শ্রেষ্ঠ। টনি মরিসনের দ্য ব্লুয়েস্ট আই’র দাম ৮ ডলার।

হাফপোস্টের স্টাইল ফেলো চ্যানেল পার্ক দিতে চান একজোড়া হেড ফোন। তার মতে, ১৬ বছরে যে কেউ তার পছন্দের মিউজিক একা একাই শুনতে চাইবে। সল রিপাবলিক ট্র্যাক এইচডি হেডফোনের দাম ১২৯ ডলার।

হাফপোস্টের স্টাইল ফ্যাশন এডিটর মিশেল পারসাড দিতে চান একটি সুন্দর সিল্ক স্কার্ফ। তিনি বলেন, আমার ১৬ বছরে এমনি একটি রেশমি কাপড়ের স্কার্ফ উপহার পেয়েছিলাম। আজও সেটি আছে। ভার্সেস প্রিন্টেট সিল্ক স্কার্ফের দাম ১৩০ ডলার।

হাফপোস্টের স্টাইল স্টাফ ফটোগ্রাফার রেডিন সালিনাস একটি ক্যামেরা ব্যাগ দিতে চান। তিনি বলেন, নতুন একটি ডিএসএলআর মালিয়া অবশ্যই নেবেন। এজন্য ওনার ‘দ্য পালমা’ ক্রসবডি লেদার স্যাচেল দেওয়া যেতে পারে। দাম পড়বে ৩২৯ ডলার।

মেগান মায়ের হাফপোস্টের স্টাইল অ্যাসোসিয়েট এডিটর। তিনি মালিয়াকে সুইট সিক্সটিনে দিতে চান একটি লাইফ প্ল্যানার। মেগান বলেন, আমার যখন বয়স ১৬ আমার মা আমাকে একটি সুন্দর লাইফ প্ল্যানার দিয়েছিলেন। এরিক কনডার্নের একটি লাইফ প্ল্যানার পাওয়া যাবে ৫০ ডলারে।

হাফপোস্ট ফেলে চাক বিচের পছন্দ একজোড়া ডিজাইনার সু। তিনি বলেন, এটা স্পষ্ট মালিয়ার ফ্ল্যাট সু পছন্দ। চার্লট ওলিম্পিয়ার একজোড়া পাতলা জুতো মালিয়ার জন্য হবে পছন্দের গিফট। দাম পড়বে ৪৯৫ ডলার।

আর হাফপোস্টের ব্ল্যাক ভয়েসেস ফেলো জেসিকা ডিকারসনের ইচ্ছ একটা জম্পেস পার্টি। মালিয়ার সুইট সিক্সটিনে হোয়াইট হাউসের ছাদে আতঁশবাজি পুড়িয়ে হৈ-হুল্লোরের সেই পার্টি সব অবিষ্মরণীয়।

বাংলাদেশ সময় ২১১৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।