ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক’ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
মেক্সিকোয় ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ২

ঢাকা: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর চাইপাস রাজ্যের ভূমধ্যসাগরীয় এলাকায় ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা’র (ইউএসজিএস) বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, ভূমিকম্পে ২ জন নিহত হয়েছেন বলে গুয়েতেমালার অগ্নিনির্বাপন কর্মীরা নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যম জানায়, সোমবার গ্রিনিচমান সময় সকাল ১১টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৭ মাইল।

প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।