ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে বিয়ের রাতেই স্ত্রীকে ডিভোর্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
সৌদিতে বিয়ের রাতেই স্ত্রীকে ডিভোর্স ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৌদিতে বিয়ের রাতেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এক ব্যক্তি।

গালফ নিউজ জানায়, প্রিয়তমাকে না পেয়ে রাগে-ক্ষোভে ছবিগুলো নিজেই বরের হাতে তুলে দেন ওই সাবেক প্রেমিক।

এতেই বিয়ের  রাতেই কপাল পোড়ে স্ত্রীর।  

পুরো ঘটনাটি নাটকীয়তায় ভরা। বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল একটি হোটেলে। সেখানে বরকে ফুলের তোড়ার সঙ্গে এনভেলাপে মোড়ানো একটি ফ্লাশ মেমোরি স্টিক দেওয়া হয়। এনভেলাপে ওপরে লেখা ছিল- নতুন স্ত্রীর ছবিগুলো দেখে নিবেন।  

ওই রাতেই ছবি দেখে ভীষণ ভেঙ্গে পড়েন বর। নতুন বউকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ নিয়ে সৌদির নিউজ সাইট সাবা ও কুয়েতি টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের সঙ্গে যাওয়ার জন্য প্রেমিক বিয়ের চারদিন আগ থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। নতুন স্বামীকে তাদের সম্পর্কের বিষয়ে সবকিছু বলে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কিন্তু ওই নারী সায় দেননি।

বরং তিনি বলেন, আমি বিয়ে করে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। অতীত ভুলে পরিবার নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।   

তারপর সব কিছু অতি কৌশলে ঘটান ওই প্রেমিক।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।