ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরাইলে হামাসের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
ইসরাইলে হামাসের রকেট হামলা

ঢাকা: পর পর দুদিন গাজা উপত্যকায় ইসরাইলের আকাশ পথে হামলার জবাবে ফিলিস্তানি সশস্ত্র গোষ্ঠী হামাস জেরুজালেম অভিমুখে রকেট হামলা চালিয়েছে।

মঙ্গলবার রাতে অনেক হামলা চালালেও জেরুজালেমে কোনো রকেট আঘাত হানতে পারেনি।



অন্যদিকে, তেল আবিবমুখী একটি রকেট ইসরাইল ধ্বংস করে দেয়।

এর আগে পর পর দুদিন গাজা উপত্যকায় ইসরাইলের বোমা হামলায় অন্তত ২০ ব্যক্তি প্রাণ হারান।

এদিকে, ইসরাইল অভিমুখে কয়েকশ রকেট হামলা চালানোর জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল। হামাসের রকেট হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দেশই এ ধরনের হুমকিতে থাকতে পারে না। শুধু তাই-ই নয়, কোনো দেশই এ ধরনের হুমকিকে মেনে নিতে পারে না।

তিনি বলেন, আমরা এ হামলার জবাবে গাজায় হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযান শুরু করেছি।

এদিকে, ইসরাইল সতর্ক করে জানিয়েছে, এ ধরনের ঘটনা চলতে থাকলে তা প্রতিরোধ করতে গাজা অভিমুখে আরো সৈন্য পাঠানো হবে। এ জন্য আরো ৪০ হাজার সৈন্য রিজার্ভে রাখতে বলা হয়েছে।

অপরদিকে, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় অভিযান বন্ধ রাখার আহ্বান জানানোর পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখারও আহ্বান জানান।

হামাস দাবি করেছে, তারা জেরুজালেম ও ইসরাইলের রাজধানী তেল আবিব অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ছাড়া তারা ইসরাইলের আসদদ শহরে রকেট হামলা করেছে। গাজা থেকে এ শহরের দূরত্ব ১৬৫ কিলোমিটার।

হামাসের সামরিক শাখা ঘোষণা দিয়েছে, এখন থেকে ইসরাইলের সব নাগরিকই তাদের হামলার লক্ষ্যবস্তু।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।