ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যারাডোনার জিনিস চুরির দায়ে সাবেক বান্ধবী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
ম্যারাডোনার জিনিস চুরির দায়ে সাবেক বান্ধবী আটক

ঢাকা: ৮৬’র বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক দিয়াগো ম্যারাডোনার সাবেক এক বান্ধবী আটক হয়েছেন চুরির দায়ে।

পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।



বুয়েন্স আয়ার্সের ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইন্টারপোলের সদস্যরা রোসিও অলিভা (২২) নামে ওই তরুণীকে আটক করে।

অলিভা দুবাইয়ের বাসভবন থেকে ঘড়ি ও ডায়মন্ডের দুল চুরি করেছেন, ম্যারাডোনার এমন অভিযোগের ভিত্তিতে দুবাই পুলিশ তার (অলিভা) বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

তবে আনিত অভিযোগ অস্বীকার করেছেন অলিভা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।