ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাচৌকিতে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
পাকিস্তানে সেনাচৌকিতে হামলা, নিহত ৮ সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি সেনা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। এতে অন্তত আট নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।



শুক্রবার সকালে খাইবারের জমরুড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত তিন সেনা আহত হয় এবং বেশকিছু যানবাহনও ধ্বংস হয়। খবর: দ্যা ডন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেনা সূত্র জানায়, সকালে অন্তত ১২ জনের একটি একটি সশস্ত্র দল জামরুডের গুন্ডি এলাকায় নিরাপত্তাকর্মীদের উপর এ হামলা চালায়।

পরে উভয়পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।