ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যাত্রীদের অনেকেই ছিলেন বিশ্বখ্যাত এইডস গবেষক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
যাত্রীদের অনেকেই ছিলেন বিশ্বখ্যাত এইডস গবেষক

ঢাকা: বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ১৭ ভূপাতিত করা হয়। এতে নিহত হন ২৯৮ যাত্রীর সবাই।



হাফিংটন পোস্ট এক খবরে জানায়, নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে মালয়েশিয়াগামী এ উড়োহজাহাজে অনেকেই ছিলেন বিশ্বখ্যাত এইডস গবেষক।

অস্ট্রেলিয়ায় এইডস বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রওয়ানা হয়েছিলেন তারা। কুয়ালালামপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থে সম্মেলন যোগ দেওয়ার কথা ছিল তাদের।

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৭৭ এর বেশ কয়েকজন আরোহী মেলবোর্নে ২০তম আন্তর্জাতিক এইডস সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। আগামী রোববার এ সম্মেলন শুরুর কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন।

এদিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুইব গোর্তার জানান, আরোহী ২৮০ জনের মধ্যে ২৩৩ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪৭ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয়তা নিশ্চিত হওয়া ২৩৩ জনের মধ্যে ১৫৪ জনই হলেন ডাচ নাগরিক। আর বাকি ২৭ জন অস্ট্রেলিয়ান, ২৩ জন মালয়েশিয়ান, ১১ জন ইন্দোনেশিয়ান, ছয়জন ব্রিটিশ, ৪ জন জার্মান, ৪ বেলজিয়ান, ৩ জন ফিলিপিনো ও একজন কানাডিয়ান। এছাড়া ১৫ জন ক্রু-ই মালয়েশিয়ান নাগরিক ছিলেন।

আরোহীদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির সাবেক সভাপতি জোয়েপ লাঞ্জে, অস্ট্রেলিয়ার সংসদের বিরোধী নেতা বিল শর্টেন প্রমুখ।

ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির বর্তমার সভাপতি ক্রিস বেইরার বলেন, যদি লাঞ্চের নিহতের খবর সত্য হয় তাহলে এটি এইচআইভি/এইডস আন্দোলনের জন্য বড় ধাক্কা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও সম্মেলনে যোগদানের কথা ছিল।

এ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।