ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
জার্মানিতে বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪০

ঢাকা: জার্মানিতে বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ সময় আরো অন্তত ৪০ জন আহত হয়েছেন।



শনিবার পূর্বাঞ্চলের শহর ড্রেসডেনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর: এপি

পুলিশ কর্মকর্তা লুটৎজ জোয়েলনার বলেন, একটি পোলিশ বাস, একটি ইউক্রেনিয়ান বাস ও পর্যটকবাহী একটি পোলিশ মিনিবাসের মধ্যে সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।

প্রথমে একটি পোলিশ বাসটি ইউক্রেনিয় বাসটিতে সজোরে আঘাত করে এবং সেটি পরে কাছে থাকা পর্যটকবাহী পোলিশ মিনিবাসটিতে আছড়ে পড়ে।

নিহতরা সবাই মিনিবাসের যাত্রী এবং পর্যটক ছিলেন বলে জানা গেছে। তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে পারেনি জার্মান পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।