ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে

প্রাণ গেল একই পরিবারের ৪ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
প্রাণ গেল একই পরিবারের ৪ শিশুর

ঢাকা: গাজায় ইসরায়েলের আগ্রাসনের শিকার হলো একই পরিবারের ৪ শিশু। শনিবার গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ১২তম দিনে দখলদার বাহিনীর ট্যাংকের গোলার আঘাতে প্রাণ হারায় চার শিশু সহ একই পরিবারের আটজন।



শনিবার সকালে ইসরায়েলি ট্যাংকবহর হামলা চালায় গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে। ট্যাংকের গোলায় বিধ্বস্ত হয় আবু জুরাদ পরিবারের আবাসস্থল। বাড়ির অন্য চার সদস্যের সঙ্গে প্রাণ হারায় হানিয়া, আহলাম, সামিহ ও মুসা। এদের মধ্যে দু’টি মেয়ে শিশু।

এর আগেও ইসরায়েলের গোলায় গাজায় একই পরিবারের চার শিশু মারা যায়। গাজার সাবরা উপশহরে নিজেদের বাড়ির ছাদে পোষা কবুতরকে দানা খাওয়ানোর সময় ইসরায়েলি জঙ্গি বিমানের মিসাইল হামলার শিকার হয়েছিলো তারা। এনিয়ে গত ১২ দিনের ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিভে গেছে ৭২টি শিশুর তাজা প্রাণ।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ‘নেতানিয়াহু আমাদের শিশুদের হত্যা করছে, তবে এর মূল্য তাকে পরিশোধ করতে হবে। ’

এদিকে গাজায় স্থল অভিযানের প্রেক্ষিতে ওবামার সতর্কবার্তায় কান না দিয়ে শনিবার হামলা আরও জোরদার করেছে ইসরায়েল।

গাজা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিনিধি জানান, শনিবার গাজায় ‘অবিশ্রান্তভাবে ও নির্বিচারে’ ট্যাংকের গোলা নিক্ষেপ করছে ইসরায়েল।

গাজায় ১২ দিনের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ২ হাজার ২৯০ জন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।