ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত ২৪

ঢাকা: ইরাকে সিরিজ বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার ১০ মিনিটের ব্যবধানে ইরাকের আবু দাশির, বাইয়্যা, জিহাদ ও খাজিমিঞা এলাকায় এসব বোমা হামলার ঘটনা ঘটে।



হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে আবু দাশিরের একটি পুলিশ চেকপোস্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। এ সময় ৯ জন মারা যান। এরমধ্যে চার জন পুলিশ সদস্য। আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন।

এ ঘটনার ১০ মিনিট পরেই  বাইয়্যা, জিহাদ ও খাজিমিঞা এলাকায় পর পর তিনটি বোমা হামলার ঘটনা ঘটে। সেখানে মারা যান আরো ১৫ জন। আহত হন আরো অন্তত ৪২ জন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।