ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওসামা বিন লাদেন এখনো পাকিস্তানেই আছে: হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
ওসামা বিন লাদেন এখনো পাকিস্তানেই আছে: হিলারি ক্লিনটন

ইসলামাবাদ: ওসামা বিন লাদেন এখনও পাকিস্তানেই আছে বলে বিশ্বাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইসলামাবাদে উর্ধতন পর্যায়ের একটি আলোচনা চলার সময় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি একথা বলেন।



ক্লিনটন বলেন, “বিন লাদেন এখনো পাকিস্তানেই আছেন বলে আমি বিশ্বাস করি। আল-কায়েদার শীর্ষ নেতাদের আটক করতে পারলে তা হবে খুবই উপকারী। ”

গত মাসে সিআইএ’র প্রধান লিওন পেনিট্টা আল কায়েদা নেতা বিন লাদেন এখনও “ধরাছোঁয়ার বাইরে লুকিয়ে আছেন” বলে মন্তব্য করেন। উল্লেখ্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন-টাওয়ারে হামলার ঘটনার পর থেকে এখনো পর্যন্ত এর প্রধান পরিকল্পনাকারী বলে ধারণা করা ওসামা বিন জীবিত বা মৃত থাকার কোন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।    

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।