ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা ক্যাম্প

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জুন ১০, ২০১০

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ও উত্তর-পূর্ব ভারতে বসবাসকারীদের জন্য শিলিগুড়িতে ভিসা ক্যাম্প বসাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের একজন কর্মকর্তা  বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে  বলেন, ‘আগামী ১৯ জুন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে সোনালি ব্যাঙ্কের শাখায় একদিনের জন্য এই ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

যারা বাংলাদেশে যেতে চান তারা এই অস্থায়ী ক্যাম্প থেকে ভিসা পাবেন। ’

জুলাই মাসে এরকমই আরো একটি ক্যাম্প আসামের গুয়াহাটি শহরে বসবে বলেও সূত্র জানায়।

বর্তমানে ভারতের কলকাতা, নয়াদিল্লি ও আগরতলায় বাংলাদেশের ভিসা অফিস রয়েছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোসহ আসামের কারো বাংলাদেশ যেতে হলে আগরতলা বা কলকাতায় গিয়ে ভিসা নিতে হয়।

এই সমস্যা দূর করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই শিলিগুড়িতে একটি ভিসা ক্যাম্প বসানোর উদ্যোগ নেন।

জানা গেছে, ভারতের বেশ কয়েকটি শহরে ভিসা অফিস খোলার জন্য শেখ হাসিনা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছিলেন।  

বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, ১০জুন ২০১০
আরডি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।