ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতও ছাড়তে হচ্ছে তসলিমাকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
ভারতও ছাড়তে হচ্ছে তসলিমাকে তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের রেসিডেন্ট পারমিট বাতিল করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় লেখিকা নিজেই এ  কথা জানিয়েছেন।



তিনি লিখেছেন, ভারত সরকার আমার রেসিডেন্ট পারমিট বাতিল করেছে। ২০০৪ সাল থেকে যে সুবিধা আমি পেয়ে আসছি। এর পরিবর্তে আমাকে দুই মাসের ট্যুরিস্ট ভিসা দেয়া হয়েছে। এটা আমি কল্পনাও করতে পারছি না।

বর্তমানে নয়াদিল্লীতে বসবাসরত তসলিমা নাসরিন জুনে তার রেসিডেন্ট ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। কিন্তু জুলাই মাসে ভারত সরকার তা বাতিল করে দেয়।

টুইটারে লেখিকা জানান, একমাস আগে রেডিডেন্ট পারমিটের জন্য আবেদন করেছিলাম। সরকার থেকে কোনো সাড়া পাইনি। এর আগে কখনো এমনটি হয়নি।

ভারতের সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার যে লেকচার দেওয়ার কথা রয়েছে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। কারণ ভিসা ছাড়া তিনি ভারতে ফিরে যেতে পারবেন না।

মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়েন তসলিমা নাসরিন। গত দুই দশক ধরে তিনি ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে থেকেছেন।

আর আন্দোলনের মুখে ২০০৭ সালে কলকাতা ছাড়েন তিনি।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।