ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গলফ মাঠে ব্যাঙসাপ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৪
গলফ মাঠে ব্যাঙসাপ!

দেখে মনে হবে ওটা ব্যাঙসাপ! সামনে দুই পা- পেছনে লম্বা লেজ। কিন্তু বাস্তবে ওটা সাপের মুখে ব্যাঙ।

ক্যামেরায় ধরা পড়েছে এমনভাবে যেনো মনে হচ্ছে ওটি ব্যাঙসাপ।

সাপেরা ব্যাঙ ধরে খায়- সে আর নতুন কি? কিন্তু যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের থ্রনবুরি গলফ ক্লাবে প্রকৃতির এর হিংস্রতার এই রূপ দেখে মাঠের খেলোয়াড়রা অবাক।

লিন্ডসে হেনিকার হিটন, ৬৮, খেলছিলেন তার বন্ধু ফিলিপ ম্যাকমেনামিনের সঙ্গে।

হঠাৎই তারা লক্ষ্য করলেন তিন ফুট লম্বা একটি সাপ একটি ব্যাঙকে আস্ত গিলে ফেলার চেষ্টা করছে।

হেনিকার হিটন দ্রুত তার আই ফোনটি বের করে ছবি তুলে ফেললেন। ভেবেছিলেন ব্যাঙটি বুঝি মরেই গেছে। কিন্তু তার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এরই মধ্যে ব্যাঙটি সাপের মুখ থেকে নিজেকে মুক্ত করে সামনে লাফ দেয়। সে দৃশ্যও ধরা পরে আই-ফোনের ক্লিকে।

এরপর শিকার ধরার চেষ্টা করেও পারেনি সাপটি। দুই বন্ধুর কারণে সাপের কবল থেকে রক্ষা পেয়ে যায় ব্যাঙটি।

তবে গলফ মাঠে এমন সাপের উপস্থিতি সবাইকে উদ্বিগ্ন করেছে বৈকি।

বাংলাদেশ সময় ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।