ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে দেয়াল ধসে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
দিল্লিতে দেয়াল ধসে চারজনের মৃত্যু সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে পশ্চিম দিল্লির হরিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভবনটির মালিক ও ঠিকাদারকে আটক করেছে। খবর: দ্যা হিন্দু

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভবনটির বেসমেন্টে কাজ করার সময় পাঁচ শ্রমিক দেয়াল চাপা পড়েন। এরা হলেন- কানজু, নান্না ভাই,  মায়া দেবী, রামচরণ ও গোবর্ধন।

তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নেওয়া হলে গোবর্ধন ছাড়া বাকি চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গুরুতর অবস্থায় গোবর্ধনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অগাস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।