ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্যাতনের কথা স্বীকার করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
নির্যাতনের কথা স্বীকার করলেন ওবামা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: ৯/১১ হামলার পর আল কায়েদার আটককৃতদের নির্যাতনের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার একটি টেলিভিশনে নিউজ কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

সিআইএ’র বিতর্কিত জেরা পদ্ধতি নিয়েও কথা বলেন ওবামা।

ওবামা বলেন,  আমরা কিছু লোককে নির্যাতন করেছিলাম। এটা আমাদের মর্যাদার বিপরীত অবস্থান।

আটককৃতদের সঙ্গে সিআইএ’র আচরণকে সমালোচনাও করেন ওবামা।

এ নিয়ে তার বক্তব্য, তিনি বিশ্বাস করেন বাজে আচরণ ঘটেছিল কারণ ন্যাশনাল সিকিউরিটির কর্মকর্তারা তখন আরেকটি আক্রমণের আশংকা করছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।