ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
যুক্তরাষ্ট্রের নতুন জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ

ঢাকা: মহাশূন্যে একটি নতুন গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে একটি মানুষ বিহীন ‘অ্যাটলাস ৫’ রকেট উৎক্ষেপণ করা হয়।



জিপিএস ২এফ-৭ স্পেসক্রাফট বহনকারী রকেটটি নক্ষত্রপুঞ্জের অন্যান্য স্যাটেলাইটের সাথে গিয়ে যুক্ত হবে। অন্য স্যাটেলাইটগুলো ১১ হাজার মাইল পৃথিবীর উপর থেকে প্রদক্ষিণ করছে।

জিপিএস স্যাটেলাইটটি নৌচালনার ক্ষেত্রে সামরিক ও বেসামরিক উভয় পক্ষকে সেবা দেবে।

নতুন ক্রাফটটি সক্রিয় হওয়ার পর ১৭ বছরের পুরনো একটি স্যাটেলাইটের জায়গায় প্রতিস্থাপিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।