ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এমএইচ১৭ দুর্ঘটনায় আরও দেহাবশেষ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
এমএইচ১৭ দুর্ঘটনায় আরও দেহাবশেষ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা

ঢাকা: পূর্ব ইউক্রেনে গোলাবর্ষণ সত্বেও এমএইচ১৭ দুর্ঘটনায় আরও দেহাবশেষ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা স্নাইফার কুকুর ব্যবহার করে ভূপাতিত মালয়েশিয়ান বিমানটির আরও নমুনা পান।



ধ্বংসাবশেষ খুঁজে পেতে ৭০জন ডাচ ও অস্ট্রেলিয়ান পুলিশ তদন্তকারী ২০ কি.মি. জুড়ে তাদের অপারেশন পরিচালনা করছেন। শনিবার ছিল তাদের অপারেশনের দ্বিতীয় দিন।

ডাচ পুলিশ মিশনের প্রধান পিটার-জাপ আলবারসবার্গ বলেন, তাদের হাতে অনেক সময় ছিল। এজন্য বিশেষজ্ঞরা একটি বড় অংশ জুড়ে চিরুনি অভিযান চালাতে সক্ষম ছিলেন। তারা আবারও মানুষের দেহাবশেষ ও ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পেয়েছিলেন।

মর্টার বর্ষণের কারণে তদন্তের একটি ছোট দলকে তাড়াতাড়ি একটি গ্রাম ছাড়তে হয়। সেখানে অনেক বেশি ধ্বংসাবশেষ ছিল।

অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ এর ইউক্রেন মিশনের প্রধান মনিটর আলেকজান্ডার হাগ বলেন, আমরা যেখানে ছিলাম তার আনুমানিক দুই কিলোমিটারের মধ্যে বর্ষণের আওয়াজ শুনছিলাম।

বাংলাদেশ সময়: ১১০৮, আগস্ট ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।