ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৭৫

ঢাকা: চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ শ’ জন।

রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ১।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশ থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, গত ১৪ বছরের মধ্যে এতো বড় ভূমিকম্প রোববার আঘাত হানলো।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, ভূমিকম্পে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে বাড়িতে আটকা পড়েছেন।

ভূমিকম্পটির ব্যাপ্তি প্রায় ১০ কিলোমিটারজুড়ে ছিল বলেও জানিয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যম।

১৯৭০ সালে প্রদেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪/আপডেট ১৮৫৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।