ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাতিকে মাদকাসক্ত বানালো চোরাকারবারীরা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
হাতিকে মাদকাসক্ত বানালো চোরাকারবারীরা!

ঢাকা: মাদক পাচারে হাতিকে কেবল ব্যবহারই নয়, অনুগত রাখতে আফিমও খাইয়েছে চীনের চোরাকারবারীরা! ‍চার চারটি হাতিকে দীর্ঘদিন এভাবে মাদকাসক্ত থাকতে হয়েছে। তবে, শেষ পর্যন্ত তাদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে ফের জঙ্গলে ‍পাঠানো হয়েছে।



সম্প্রতি এমনি তথ্য দিয়েছে চীনের সংবাদ মাধ্যমগুলো।

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, চীন এবং মায়ানমার সীমান্ত দিয়ে বড় ধরনের মাদক চালানে এই চারটি হাতি ব্যবহার করতো স্থানীয় চোরাকারবারীরা। এমনিক অনুগত করে রাখতে হাতিগুলোকে কলার ভেতরে আফিমও খাওয়ানো হতো।

তবে, এসব তথ্য জানা গেছে হাতিসহ মাদক ব্যবসায়ীদের আটক করে চিকিৎসা দিয়ে হাতিগুলোকে জঙ্গলে পাঠানোর পর।

প্রতিবেদনে বলা হয়, আটকের পর বনরক্ষীরা বুঝতে পারেন বেশ ক’টি হাতি ভীষণ বেপরোয়া।

পরে পরীক্ষা করে দেখা যায়, আটক চালানটির মধ্যে চারটি হাতিকে মাদকাসক্ত বানিয়ে ফেলা হয়েছে।

দীর্ঘ সময় চিকিৎসার পর কর্মকর্তারা হাতিগুলোকে বনে পাঠিয়ে দেন। তারা মনে করেন, বনে গিয়ে অন্য হাতিদের সঙ্গে মানিয়ে চলতে পারবে এ চারটি।

চীনের হাতি প্রজননবিদ শেন ঝিমিং বলেন, এটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা এখন দাবি করতে হাতিগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।